আমি এখন কোথায় আছি দ্রুত জেনে নিন – আলোড়ন আইটি
আমি এখন কোথায় আছি বা আমি এখন কোন জেলায় আছি এই বিষয়টি তখনই আমরা ভাবি যখন আমরা কোনো নতুন যায়গা বেড়াতে বা ঘুরতে যায়। আমি এখন কোন জেলায় আছি? আমি যে জায়গায় আছি এই জায়গার নাম কি? এই সব কিছু জানতে পারবেন যদি আপনি আমাদের পোস্টটি পড়েন।
কিভাবে গুগল ম্যাপের সাহায্যে নিজের লোকেশন বের করতে হয় তা নিয়ে কি আপনি চিন্তিত? আর চিন্তা নেই। কারণ, আলোড়ন আইটি সকলের জন্য নিয়ে এসেছে গুগল ম্যাপ (Google Map) বিষয়ক সকল প্রশ্নের উত্তর যা পড়ে আপনি জানতে পারবেন আপনার মনে জাগা আমি এখন কোথায় আছি, আমি এখন কোন জেলায় আছি, আমি যে জায়গায় আছি এই জায়গার নাম কি এবং কিভাবে গুগল ম্যাপের সাহায্যে নিজের লোকেশন বের করতে হয়।
পোস্ট সূচিপত্র:আমি এখন কোথায় আছি দ্রুত জেনে নিন – আলোড়ন আইটি
আমি এখন কোথায় আছি জানবো কিভাবে – Google Satellite Map - Google Map Bangladesh
আপনারা যারা এই পোষ্টটি পড়ছেন তাদের সবার কছে একটি স্মার্টফোন আছে। প্রথমে আপনি আপনার স্মার্টফোন থেকে গুগল ম্যাপ (Google Map) অ্যাপটি খুঁজে বের করুন। তারপর অ্যাপটিতে ঢুকলে আপনাকে লোকেশন অন করতে বলবে এবং সেটি অন করুন।
তারপর আপনি খেয়াল করলে দেখতে পাবেন নিচের ছবিতে লাল তীর চিহ্ন করা অপশনটি। সেটিতে ক্লিক করলেই দেখতে পাবেন আপনি এখন কোথায় আছেন।
আমি যে জায়গায় আছি এই জায়গার নাম কি - Amar Location Bolo
এরপর আরেকটি প্রশ্ন আসে সেটি হলো গুগল ম্যাপ ব্যবহার করে আমি যে জায়গায় আছি এই জায়গার নাম কি খুঁজে পাবেন কিভাবে। আপনি যে স্থানে রয়েছেন সেখান থেকে নতুন কোন একটি জায়গা খুঁজে বের করবেন কিভাবে গুগল ম্যাপ দিয়ে। গুগল ম্যাপ দিয়ে নতুন জায়গা খুঁজে পেতে আপনি সার্চ বারে Your location কনফার্ম করে আপনি যে জায়গা খুঁজছেন সেই জায়গাটি লিখতে হবে Choose destination বারে গিয়ে।
আপনার কাঙ্খিত জায়গাটি লেখার পর গুগল ম্যাপে স্থানটি দেখা যাবে একটি লাল রংয়ের ডট চিহ্ন দিয়ে। আপনার লোকেশন থেকে নতুন জায়গায় কিভাবে যাবে তার রাস্তা দেখিয়ে দেয় গুগল ম্যাপ । নীল ডট এবং লাল ডটের মাঝে একটি রাস্তা থাকে এবং গুগল ম্যাপস দ্বারা প্রদর্শিত রাস্তাটি সবচেয়ে শর্টকাট। এছাড়াও গুগল ম্যাপ আরো অনেকগুলো পথ দেখায় ধূসর রং দিয়ে চিহ্নিত করা থাকে।
লেখকের শেষ কথা - আমি এখন কোথায় আছি দ্রুত জেনে নিন – আলোড়ন আইটি
আশা করি আজকের আর্টিকেল সম্পূর্ণ পড়ার পর আপনি আমি এখন কোথায় আছি এবং গুগল ম্যাপ সম্পর্কিত সকল তথ্য জানতে পেরেছেন। আর্টিকেলটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও উপকার করুন। এছাড়া আরো কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। আপনাকে ধন্যবাদ।
আলোড়ন আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url