বাতের ব্যথা দূর করার ঘরোয়া উপায় - বাতের ব্যথার লক্ষণ

প্রিয় পাঠক নিশ্চয় আপনি বাতের ব্যথা দূর করার ঘরোয়া উপায় খুুঁজছেন ও বাতের ব্যথার লক্ষণ  নিয়ে জানার জন্য গুগল এর কাছে আপনার মনের ভাব প্রকাশ করেছেন। যদি আপনি ঘরোয়া পরিবেশে বাসাই বসে আপনার বা আপনার নিকটস্থ পরিবারের কারো বাতের ব্যথা দূর করতে চান তাহলে এই আর্টিকেল টি আপনার জন্য বাতের ব্যথার লক্ষণ ও বাতের ব্যথা দূর করার ঘরোয়া উপায় দূর করতে সাহায্য করবে। আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। যদি আপনি আপনার বাতের সমস্যা গুলো থেকে রেহাই পেতে চান তাহলে পোস্টের শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে পড়ুন।
বাতের ব্যথা দূর করার ঘরোয়া উপায়
আপনি বাতের ব্যথা দূর করার জন্য অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্ত এখনো কোন লাভ হয়নি তাই আপনাদের কে বলতে পারি যদি আমার এই পোস্ট সুন্দর ভাবে মনোযাগ সহকারে পড়তে পারেন ইনশাআল্লাহ আপনি এই বাতের সমস্যা থেকে রেহাই পেতে পারেন।
পোস্ট সূচিপত্রঃবাতের ব্যথা দূর করার ঘরোয়া উপায় - বাতের ব্যথার লক্ষণ

ভূমিকাঃ বাতের ব্যথা দূর করার ঘরোয়া উপায়

প্রিয় বন্ধুরা আমার আপনি আজকের এই আর্টিকেল মাধ্যমে আপনার বাতের ব্যথা দূর করার ঘরোয়া উপায়  সমস্যার জন্য কি করা উচিত সেগুলো সমস্ত বিষয়ে আপনাদর সাথে শেয়ার করবো, আজকের আলোচ্য বিষয় আমাদের শরীরে কোন রোগ বাসা বাধার পরে আমরা অনুভব করতে পারি। কিন্ত আমরা যদি আগে থেকে বাতের ব্যথা লক্ষণ রোগের  প্রতিকার জেনে রাখি তাহলে হইতো আমাদের রোগের সাথে বসবসাস করা লাগতো না।
এই যেমন ধরেন বাতের লক্ষণ গুলো কি, বাতের ব্যথা দূর করার ঘরোয়া উপায়, বাতের ব্যথা হলে শরীরের কোথায় ব্যাথা হয়, বাতের ব্যথা হলে ব্যায়াম করার নিয়ম আয়ুর্বেদিক ওষুধ এর মাধ্যমে কি ভাবে নিজেকে ভালো রাখা যায় তা আমরা আজকে জানবো। চলুন আর কথা না বাড়িতে জেনে নেওয়া যাক। নিচে সুন্দর ভাবে আলোচনা করা রয়েছে। ব্যথা

বাতের ব্যথা লক্ষণ গুলো কি কি

বাতের ব্যথাশরীরে একটি রোগ যা শরীরে তৈরি হলে শরীর ব্যথাঅনুভব হয়। চলুন জেনে আসি কি কি লক্ষণ দেখলে বুঝতে পারব বাতের ব্যথা হয়েছে।
  • বাতের ব্যথা হলে কাঁধ বা ঘাড়ে দুপাশে ব্যথা অনুভব হয়।
  •  পায়ের হাঁটুতে ব্যথা হয় মাংসপেশি শক্ত ও হালকা ফুলে যায় এটা বাতের ব্যথা লক্ষণ।
  •  বাতের ব্যথায় হালকা হালকা জ্বর হয়।
  •  ব্যথা যদি কমে গেলে ব্যথার স্থানে ফুলে যায়।
  •  বাতের ব্যথা হয় কুনুই, হাঁড়ের জয়েন্ট, নখের গোড়া, কুনুই এসব স্থান আক্রান্ত হয়।

বাতের ব্যথা হলে কি করা উচিত 

  •  বাতের ব্যথা হলে খাবারে হলুদ ব্যবহার করে খায়লে আরাম পাওয়া যায় কারণ হলুদ বাতের ব্যথা সারতে সাহায্য করে।
  •  বাতেরব্যথা হলে সেই স্থানে মালিশ করতে হবে তবে যে কেউ মালিশ করলে চলবে না এটা ম্যাসাজ থেরাপিস্ট দিয়ে মালিশ করাতে হবে নাহলে হিতের বিপরীতে যেতে পারে।
  •  বাতের ব্যথাহলে কুসুম গরম পানি দিয়ে গোসল করলে একটু আরাম পাওয়া যায়।
  •  বাতের সমস্যা তৈরি হলে সংক্রমক রোধ হয় এমন সকল খাদ্য আক্রান্ত ব্যাক্তির খাদ্য তালিকায় রাখতে হবে।
  •  সকল রোগের ঔষধ মানসিক শান্তিতে থাকা। তাই বাতের সমস্যা হলে বেশি চিন্তা না করে মানসিকভাবে শান্ত হয়ে থাকতে হবে।

বাতের ব্যথা কোথায় কোথায় হয়

বাতের ব্যথা আমরা অনুভব করলেই ডাক্তারের কাছে দৌড়ে যায়। কিন্ত আমরা এইটা ভাবি না যে  বাতের ব্যথা দূর করার ঘরোয়া উপায় আছে সেগুলো আগে আমাদের ব্যবহার করা উচিত। বাতের ব্যথা শরীরে সৃষ্টি হয় অতিরিক্ত ইউরিক অ্যাসিড জমা হবার কারণে।

বাতের বেথা জন্য শরীর হাতের কুনুই, কবজি, ঘাড়/ কাঁধ, পায়ের গোড়ালি, হাঁটু নখের জয়েন্ট ইত্যাদি হাঁড়ের জয়েন্ট বেথা অনুভব হয় বাতের সময়ে হলে। বাতের সমস্যা জন্য ব্যথা হওয়া স্থান ফুলে যায় ব্যথা কমে গেলে। মাংসপেশি ফুলে যায় ব্যথা যুক্ত স্থান। যে কোন বয়সের মানুষ এই রোগে আক্রান্ত হয়। অতিরিক্ত তেলযুক্ত খাবার মদ্যপান করলে বাতের সমস্যা তৈরি হয়।

বাতের ব্যথা দূর করার ঘরোয়া উপায়

  •  বাতের ব্যথা হলে ঘরোয়া ভাবে ব্যথা স্থানে বরফ দিয়ে চেপে রাখলে আরাম পাওয়া যায়।
  •  কুসুম গরম পানি দিয়ে গোসল করতে হবে।
  •  বাতের ব্যথা হলে ম্যাসাজ থেরাপিস্ট দিয়ে ম্যাসাজ করাতে হবে।
  •  বাতের ব্যথা হলে এই সমস্যা থেকে প্রতিরোধ করে সে সকল খাবার নিয়মিত খেতে হবে।
  •  যে সকল খাবার খেলে সমস্যা হবে সে সব খাবার থেকে বিরত থাকতে হবে।

কি খেলে বাতের ব্যথা বাড়ে

  • অতিরিক্ত মদ্যপান বা ভারী নেশা জাতীয় জিনিস খেলে শরীর বাতের সমস্যা বাড়ে।
  •  গুলটন সমৃদ্ধ খাবার খেলে বাতের সমস্যা বৃদ্ধি পায়।
  • অতিরিক্ত সোডিয়াম বা লবন জাতীয় খাবার খেলে বাতের ব্যথা বাড়ে।
  • অতিরিক্ত চিনি জাতীয় খাবার খেলে ব্যথা বৃদ্ধি পায় বাতের ক্যান্ডি জাতীয় খাদ্য খেলে।
  • রেড মিট ও প্রক্রিয়াজাত মাংস খেলে বাতের ব্যথা বৃদ্ধি পায়। এই ধরনের মাংসে ইন্টারলিউকিন, সি- রিয়্যাক্টিভ প্রোটিন ও হোমোসিস্টেইনের মত উপাদান থাকে যা ব্যথা বাড়িয়ে তোলে।

কি খেলে বাতের ব্যথা কমে

  •  বাতের ব্যথা হলে প্রচুর পরিমানে ভিটামিন সমৃদ্ধ শাক সবজি খেতে হবে যেমন পালং শাকে প্রচুর পরিমানে এন্টিঅক্সিডেন্ট আছে।
  • ঝাঁচ জাতীয় মসলা যেমন আদা, রসুন ও দারুচিনি এসব ব্যথা নিরাময় সাহায্য করে।
  •  ব্রকলি সবজি মধ্যে যে ভিটামিন রয়েছে তা প্রদাহনাশক কাজ করে।
  • সামুদ্রিক মাছ ও ছোট মাছ খেলে বাতের ব্যথা কম হয়।
  •  দুধ ও দুধজাত খাদ্য খেলে ব্যথা কমে।
  •  যেসকল ড্রাই ফুড ও ওমেগো-৩ সমৃদ্ধ খাবার রয়েছে সেই সকল খাবার খেলে ব্যথা কম হয়।
  • যে সকল খাবারে আঁশ জাতীয় বা ফাইবার সমৃদ্ধ সেসকল খাবার খেলে বাতের ব্যথা কম হয়।
  •  সয়া বিন, গ্রিন ট্রি ও আঙ্গুর জাতীয় ফ্ল্যাভোনয়েড খাবারগুলো শরীরে ব্যথা কমায়।

বাতের ব্যথা থেকে মুক্তির উপায়

বাতের ব্যথা এমন এক রোগ যা সকল বয়সের মানুষের হয়ে থাকে। আগে মানুষ মনে করত বাতের ব্যথা শুধু বয়স্ক মানুষের হয়। এটা ভুল ধারণা এই ব্যথা সকল প্রকার বয়সের মানুষের হয়ে থাকে। বাতের ব্যথা হলে শরীে জয়েন্ট ব্যথা অনুভব হয়। কাঁধ, কুনুই, নক, গিরা, পায়ের পাতা, হাঁটু ইত্যাদি স্থানে প্রচুর পরিমানে ব্যথা হয়। ব্যথা কমে গেলে এসব জায়গা ফুলে যায়। তারপর ব্যথা কমানো জন্য এসব জায়গায় ঠান্ডা বরফ দিয়ে চেপে রাখতে হবে তাহলে আরাম পাওয়া যায়।
পর্যপ্ত পরিমাণ সুষম খাদ্য ও বিশ্রাম নিতে হবে। বাতের ব্যথা  থাকলে কুসুম গরম পানিতে গোসল করলে আরাম হয়। হাতে পায়ের গিরা শক্ত হয়ে যাওয়া কমতে সাহায্য করে। নিয়মিত ব্যায়াম করলে শরীরে অনেক সমস্যা ভালো হয়। শারীরিক ও মানসিক দুই ভাবে ভালো থাকা যায়। এসকল পদ্ধতিতে একটু বাতের ব্যথাথেকে আরাম পাওয়া যায়। 

বাতের ব্যথা ব্যায়াম

  •  বিছানা সোজা হয়ে বসে তোয়ালিয়া দিয়ে পায়ের পাতা সামনে দিলে টান দিতে হবে এভাবে ৮/১০ সেকেন্ড ধরে রাখতে হবে তারপর ছেড়ে দিতে হবে।
  • চেয়ারে সামনে দাঁড়িয়ে তার উপর ধরে ধীরে ধীরে হাঁটু ভাজ করে বসতে চেষ্টা করতে হবে আবার সোজা হয়ে দাঁড়াতে হবে।
  • উবুর হয়ে সুয়ে বালু ব্যাগ পায়ে বেঁধে হাঁটু ভাঁজ করতে হবে। ১২ সেকেন্ড ধরতে হবে আবার ছাড়তে হবে। এ ব্যায়াম প্রতিবার ১০/১৫ বার করলে আরাম হয়।
  • একটা চেয়ারে বসে পায়ের গোড়ায় ৩ কেজি ওজনের বালুর ব্যাগ বেঁধে পা সোজা করে ৮/১২ সেকেন্ড ধরে রাখতে হবে আবার ছেড়ে দিতে হবে।
  • নরম তোয়ালিয়া ভাজ করে হাঁটুর নিচু রেখে হাঁটু দিয়ে তোয়ালিয়া ওপর চাপ দিয়ে ৬-৮ সেকেন্ড ধরে রাখতে হবে আবার ছেড়ে দিতে হবে।

বাত হলে কি কি খাওয়া উচিত

  •  এন্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেতে হবে বাতের ব্যথা হলে যেমন পালং শাক।
  •  মসলা জাতীয় খাবার খেতে হবে যেমন আদা, রসুন, দারুচিনি এসব ব্যথার স্থানে লাগিয়ে মালিশ করলে ব্যথা উপশম হয়।
  •  দুধ ও দুধজাত খাদ্য খাবার তালিকা রাখতে হবে।
  •  ওমেগো-৩ জাতীয় খাবার খেতে হবে এবং হলুদ বাতের ব্যথা ভালো করতে সাহায্য করে।
  •  ভিটামিন-সি জাতীয় খাবার খেতে হবে সবজি ফলমূল এটা ব্যথা ভালো করতে পারে।
  •  ইউরিক অ্যাসিড বেশি জমা হয়ে থাকার ফলে বাতের ব্যথা তৈরি হয় তাই বেরী জাতীয় ফল খেলে ইউরিক অ্যাসিড কমে যায় এবং ব্যথা ভালো হয়।
  • ব্রকলি, বাঁধাকপি, মটরশুঁটি, বাদাম, রসুন, আদা, শিমের বিচি, গ্রিন টি ইত্যাদি খাবার বাতের ব্যথা জন্য ভালো। এসব খেলে ব্যথা উপশম হয়।
  •  শস্যদানা ও আঁশযুক্ত খাবার খাওয়া উপকার পাওয়া যায় বাতের ব্যথায়।

বাতের ব্যথা আয়ুর্বেদিক ওষুধ

বাতের ব্যথা যে সমস্যা এটা কম বেশি সকল মানুষের হয় শুধু যে বৃদ্ধ মানুষের হয় তা কিন্তু নয়। শরীরে জয়েন্ট ব্যথা হওয়াকে বাতের বেথা বলা হয়। এই ব্যথা শরীরের বিভিন্ন জায়গায় হয় যেমন: পায়ের গোড়া, হাঁটু, নখ, পায়ের পাতা, হাতের কুনুই, কাঁধ ইত্যাদি জায়গায় ব্যথা হয় মাংসপেশির ফুলে যায় বাতের ব্যথা জন্য। বাতে ব্যথা কিছু আয়ুর্বেদিক ওষুধ ব্যবহার করা হয়। যা সম্পূর্ণ প্রাকৃতিক উপায় তৈরি করা হয়।
দারুচিনি অনেক গুণগুন আছে এটা অনেক কিছু রোগের উপশম। এই বাতের ব্যথা ওষুধ বানাতে দারুচিনি দরকার হয়। ১৫ গ্রাম গুড়ের সাথে ৪ গ্রাম দারুচিনি গুড়া মিশিয়ে খেতে হয়। প্রতিদিন সকালে এটি খেলে বাতের ব্যথা ভালো হয়।যারা ওজন কমাতে চান তাদের জন্য খুব উপকারি দারুচিনি চা। এটি প্রতিদিন খালি পেট খেলে খুব তাড়াতাড়ি ওজন কমে যায়।

লেখকের মন্তব্য

আশা করছি আপনি বাতের ব্যথা দূর করার ঘরোয়া উপায় সম্পর্কে পোস্টটি পুড়োটা পড়েছেন। এবং আপনি আপনার কাক্ষিত প্রশ্নের উত্তর খুজে পেয়েছেন। তাই আপনি সঠিক নিয়ম মেনেও যদি বেশি বাতের ব্যথাহয় তাহলে অবশ্যই ডাক্তার পরামর্শ নিতে হবে। যদি আমার এই পোস্ট আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার এই শেয়ার বাতের ব্যথা দূর করার ঘরোয়া উপায় সম্পর্কে জেনে হাজারও মানুষ উপকৃত হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আলোড়ন আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url