ধৈর্য সফলতার চাবিকাঠি - ধৈর্য ও সফলতা
সুধী পাঠক বৃন্দ আশা করছি আপনারা সকলেই ভালো আছেন।আপনি নিশ্চয়ই জানতে চেয়েছেন
ধৈর্য সফলতার চাবিকাঠি এবং ধৈর্য ও সফলতা সম্পর্কে। আপনি যদি ধৈর্য সফলতার
চাবিকাঠি এ সম্পর্কে না জেনে থাকেন তাহলে আপনি আমাদের এই পোস্টটি পরে জেনে নিতে
পারেন ধৈর্য সফলতার চাবিকাঠি ও এবং ধৈর্য ও সফলতা সম্পর্কে।
আপনি যদি আমাদের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত একবারে মনোযোগ সহকারে পড়েন
তাহলে আপনিও জানতে পারবেন ধৈর্য সফলতার চাবিকাঠি এবং ধৈর্য ও সফলতা বিষয়
সম্পর্কে। ধৈর্য কেন সফলতা চাবিকাঠি ধৈর্য ও সফলতার মধ্যে কি পার্থক্য রয়েছে এই
সমস্ত বিষয়গুলো জানতে হলে এই পোস্টটি স্টেপ বাই স্টেপ পড়তে থাকুন। তাহলে চলেন
বন্ধুরা আর কথা না বাড়িয়ে ছটফট করে জেনে নেওয়া যাক ধৈর্য সফলতার চাবিকাঠি এবং
ধৈর্য সফলতা সম্পর্কে।
সূচিপত্রঃ ধৈর্য সফলতার চাবিকাঠি - ধৈর্য ও সফলতা
সূচনা: ধৈর্য সফলতার চাবিকাঠি এবং ধৈর্য ও সফলতা
আমরা কোন কাজ করার পূর্বে কাজটির শেষ না হওয়া পর্যন্ত যে সময়টুকু ধরে ধৈর্য ধরে
থাকি তা হল ধৈর্য এবং সমস্ত কাজ শেষ হওয়ার পরে আমরা যে ফলাফলটি পাই সেটি হলো
সফলতা। তাই ধৈর্য সফলতার চাবিকাঠি কেন এবং ধৈর্য ও সফলতা কি সে বিষয়গুলো
সম্পর্কে আমাদের সকলের জেনে রাখা প্রয়োজন।
কেননা আমরা সফলতার আগেই ধৈর্য না থাকার কারণে সেই সফলতা হারিয়ে ফেলি তাই ধৈর্য
সফলতা চাবিকাঠি কেন আমরা জানবো এছাড়াও পরিশ্রম কখনো বৃথা যায় না, পরিশ্রম করলে
সফলতা আসবে,কঠোর পরিশ্রম নিয়ে উক্তি, পরিশ্রম কখনো বৃথা যায় না ইংলিশ উক্তি
সম্পর্কে বিস্তারিত জানবো।
ধৈর্য সফলতার চাবিকাঠি
একটা মানুষ যখন ধৈর্য ধারণ করে তারা আগামীর ভবিষ্যতের জন্য পরিশ্রম করে যায় তখন
সে অবশ্যই সফলতা একদিন ধরা দিবেই। কিন্তু আপনি যদি অল্পতেই ধৈর্য হারা হয়ে যান
কঠোর পরিশ্রম নিজের যোগ্যতার প্রমাণ করতে না পারেন । তাহলে কিন্তু আপনি এত সহজে
ধৈর্য ধারণ না করে এত সহজে সফল হতে পারবেন না।
সফলতা পাওয়ার জন্য অনেক কিছু করতে হয় তার মধ্যে অন্যতম হলো ধৈর্য ধারণ করা।
তুমি যখন কোন কাজের জন্য চেষ্টা করবেন আপনি যদি সেই কাজে সফল হতে না পারেন তবে
আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। একবার না পড়লে হাজারবার চেষ্টা করতে হবে এবং ধৈর্য
ধারণ করে থাকতে হবে। তখন আপনি সফল হতে পারবেন না ততক্ষণ আপনাকে নিজের উপর বিশ্বাস
আস্থা ধৈর্য রাখতে হবে। তবেই আপনি একদিন সফলতা পেয়ে যাবেন।
আমরা যদি একবার চেষ্টা করার পর ব্যর্থ হয়ে ,তারপর ফিরে যায় আর ধৈর্য
ধারণ না ধারণ না করেই। তাহলে কিন্তু আপনি কখনোই সফলতা পাবেন না। আপনাকে ধৈর্য
ধরতে হবে সময়ের সাথে আবারো চেষ্টা করতে হবে। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আহ্বান
ধৈর্য ধারণ করেই সফলতার জন্য চেষ্টা করতে হবে তবেই আপনি সফল হতে পারবেন।
রাগ করে জেদ করে আপনি যদি আর সেই কাজটির প্রতি আগ্রহ না দেখান তাহলে কিন্তু আপনি
আর এগিয়ে যেতে পারবেন না। আপনি যদি এটা মনে করেন যে আমি ধৈর্য ধারণ করে আবারও
দ্বিতীয়বার চেষ্টা করব নতুন করে তখন আপনি ঠিক দেখবেন সেই কাজটিতে সফল হয়েছে।
জীবনকে গুছিয়ে নিতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে।
জীবনে প্রতিটা মুহূর্তে বিপদ আপদ আসবে সেই সময় ধৈর্য ধারণ করে সেই বিপদ মোকাবেলা
করে আগামী দিনের জন্য এগিয়ে যেতে হবে। মানুষ মাত্রই ভুল হয় সকল ভুল ভ্রান্তি
মেনে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্যই চেষ্টা করতে হবে আর সেই জন্য ধৈর্য ধারণ
করতে হবে। সহ্যই হচ্ছে সফলতা চাবিকাঠি এ কথাটি বাস্তব।
ধৈর্য ও সফলতা
ধৈর্য : একটা মানুষ যখন একটা কাজ বারবার করে সেই কাজে ব্যর্থ হয়
তারপরও সেই কাজটি করার জন্য তার আগ্রহ থাকে চেষ্টা করে যাই সেটাকেই ধৈর্য বলা
হয়। ধৈর্য আবার সবাই ধারণ করতে পারে না। ধৈর্য ধারণ করার শক্তি অনেকেরই হয় না।
অনেকে অল্পতে ভেঙ্গে পড়ে। কিন্তু আপনি যদি সফল হতে চান তাহলে আপনাকে অবশ্যই
ধৈর্য ধারণ করতে হবে।
আপনি আপনার ব্যক্তিগত জীবনে বা চাকরি জীবনে যেখানেই হোক না কেন যদি ব্যর্থ হয়ে
ফিরে আসেন তাহলে আবারো ধৈর্য ধারণ করে পুনরায় চেষ্টা করতে হবে। যে কাজে আপনি
ব্যর্থ হয়ে ফিরে এসেছেন ঠিক আছে, আপনার দ্বারা হবে না আপনি পারবেন না এমন কথা
ভাবা যাবে না।
আরো পড়ুনঃ
খারাপ সময় কেউ পাশে থাকে না
আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ভাবতে হবে যে আপনিও পারবেন আগেরবারের সকল ভুল
ভ্রান্তি শুধরে নিয়ে আগামী দিনের জন্য নতুনভাবে নিজেকে প্রস্তুত করে এগিয়ে যেতে
হবে। দেখবেন একদিন আপনি অবশ্যই সফলতা পাবেন এবং একদিন আপনি সেই ধৈর্যের ফল মধুর
পাবেন।
সফলতা: পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে সে সফল হতে চায় না। প্রতিটা মানুষ
তার জীবনে সফলতা চাই। কিন্তু সফলতা কি এত সহজেই পাওয়া যায়। আপনি কি পেলে নিজেকে
সফল মনে করবেন। একটা মানুষ সফল হওয়ার জন্য তার কৈশোর কাল থেকে শুরু করে তার
বৃদ্ধা জীবন কেটে যায় ও সফলতার ধরাছোঁয়ার বাইরে হয়।
এই সফলতা পাওয়ার জন্য নিজেকে কঠোর পরিশ্রম করতে হবে ধৈর্য ধারণ করতে হবে।
ব্যর্থতাকে কাটিয়ে উঠার ধৈর্য নিজের মধ্যে থাকতে হবে। নিজের এমন যোগ্যতা তৈরি
করতে হবে যেন যেকোনো কাজে দক্ষ হয়ে বের হতে পারে। সফল হওয়ার জন্য লক্ষ্য
নির্ধারণ করে যোগ্যতা প্রমাণ করতে হবে তবেই সফলতা হাতের কাছে আসবে। বেশিরভাগ
মানুষই মনে করে বিসিএস ক্যাডার হয়ে গেলে সে সফল।
জীবনে আর কোন কিছুর দরকার নেই কিন্তু আসলে কি বিসিএস ক্যাডার হতে সকলেই পারে।
যারা বিসিএস ক্যাডার হতে পারে না তারা কি বিফল তারা কি সারা জীবন ব্যর্থই থাকবে।
নাব এমনটা কোন কিছুই না সফলতা শুধু বিসিএস ক্যাডার দিয়েই হয় না। একজন ছোট
ব্যবসায়ী ও বড় ব্যবসা তৈরি করে নিজেকে সফল করতে পারেন। এভাবেই ছোট কাছ থেকে বড়
হতে হবে তবেই আপনি সফল হতে পারবেন।
পরিশ্রম কখনো বৃথা যায় না। ধৈর্য সফলতার চাবিকাঠি
মানুষ জীবনে অনেক পরিশ্রম করে তার একটি মাত্রই কারণ থাকে। সেটি হল সফলতা পাওয়ার
জন্য মানুষ পরিশ্রম করে। নিজের জীবনে সফলতা পাওয়ার জন্য মানুষ শুরু থেকে শেষ
পর্যন্ত পরিশ্রম করে যায়। পরিশ্রমের ফল পাওয়ার পর তাদের কষ্টটা বৃথা যায়না।
একজন অলস ব্যক্তি তার জীবনে যতটুকু কষ্ট করে তার সবটুকুই সে তার অলসতার জন্য করে
থাকে।
কারণ তার যেই সময়ে পরিশ্রম করার বয়স এই সময় সে অলসতা করে কাটিয়েছে। নিজের
জীবনকে গড়ার বয়সে সে অলসতা করেছে যার ফল হিসেবে সে সারা জীবনের কষ্ট পায়।
কিন্তু একজন ব্যক্তি পরিশ্রম করা যখন করে তখন কিন্তু সে তার ভবিষ্যতে কষ্ট থাকে
না। তার আগের করে যাওয়া পরিশ্রম কখনো বৃথা যায়না সে তার পরিশ্রমের ফল অবশ্যই
পারে। জীবনে কিছু করতে হলে কঠোর পরিশ্রম এসে ছাড়া কোন বিকল্প পদ্ধতি নেই।
নিজের জীবনকে গড়তে হলে অবশ্যই শুরু থেকে পরিশ্রম করে যেতে হবে একদিন তার ফল
অবশ্যই পাবে পরিশ্রমের ফল কখনোই বৃথা যায় না। সফলতা পাওয়ার জন্য যে কষ্টটা করবে
তার ফল একদিন পাওয়া যাবেই। আপনি নিজেকে নিজের কাছে অন্যভাবে পাবেন যখন আপনি নিজে
পরিশ্রম করে একটা কাজ করবেন। জীবনকে গড়তে হলে এবং ভবিষ্যৎ উন্নত রঙিন করতে হলে
অবশ্যই পরিশ্রম করতে হবে যার ফল কখনো বৃথা যাবে না।
কঠোর পরিশ্রম নিয়ে উক্তি
- কঠোর পরিশ্রম সফলতার চাবিকাঠি।
- আনন্দ হলো পরিপূর্ণতা আসল অনুভূতি যা কঠোর পরিশ্রম থেকেই আসে।
- পরিকল্পনা কেবলমাত্র ভালো উদ্দেশ্য যতক্ষণ না সেগুলি কঠোর পরিশ্রমে পরিণত হয়।
- একটি শক্তিশালী কাজের নৈতিকতা একটি ভালো গুণ হলো পরিশ্রম
- কঠোর পরিশ্রমের কোন বিকল্প হয় না এটির কোন সীমা নেই
- কঠোর পরিশ্রম মানুষের চরিত্র বিকাশের সহায়তা করে
- কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলা ছাড়া একজন মানুষ সফল হওয়া কঠিন।
- কঠোর পরিশ্রম কখনো বিশ্বাসঘাতকতা করে না
- কঠোর পরিশ্রম তারার লক্ষ্য নির্ধারিত হলো অদৃশ্যকে দৃশ্যমান এ পরিণত করার প্রথম ধাপ
- কঠোর বৈশাখ মানুষের চরিত্রকে আলোকিত করে
- কঠোর পরিশ্রম এবং ত্যাগের সাথে যে কোন কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সম্ভব।
- পরিশ্রম যত কঠিন সাফল্য তত গৌরবময়।
- বর্তমানে পরিশ্রমের সাথে কাজ করলে আমাদের ভবিষ্যতের সেরা জায়গাতে পৌঁছে দিতে পারে
- অবিরাম ও কঠোর পরিশ্রম শেষ পর্যন্ত ফলাফল অর্জনের একমাত্র উপায়।
- জীবনকে উপভোগ করতে চাইলে কঠোর পরিশ্রমের বিকল্প কিছু নাই।
- পরিশ্রম সর্বদাই সাফল্য নিশ্চিত করে দেবে যদি তুমি ধৈর্য এবং নিজের প্রতি বিশ্বাস রাখো।
- কঠিন পরিশ্রম প্রতিভাকে হারাই যখন প্রতিভা কঠোর পরিশ্রম করে না।
পরিশ্রম করলে সফলতা আসবে
একজন মানুষ যখন পরিশ্রম করবে তখন তার পিছনে হাজারো মানুষ তাকে দূরে করার চেষ্টা
করবে। পরিশ্রম করলেই সফলতা আসবে এর বিকল্প কিছু নেই। আপনি যদি নিজেকে সফল বানাতে
চান তাহলে আপনাকে পরিশ্রম করতে হবে এটার বিকল্প কিছুই পাবেন না। যেকোনো কাজ করতে
হলে পরিশ্রম করতে হয়। একটা মানুষ যখন ছোটবেলা থেকে পড়ালেখা করে তখন সে পরিশ্রম
করেই পড়া লেখা করে ভবিষ্যতে সেই একটা চাকরি করবে সেটাই তার পরিশ্রমের ফল হবে।
প্রতিটা মানুষই তার পরিশ্রম দ্বারা অর্থ উপার্জন করে নিজের জীবিকা নির্বাহ করে।
কিন্তু কেউ যদি পরিশ্রমই না করে তাহলে কি সে অর্থ উপার্জন করতে পারবে। নিজের
জীবনে সফল হতে পারবে সবকিছুই তার অন্ধকার থাকবে।জীবনকে সুন্দর ভাবে উপস্থাপন করতে
পরিশ্রম করতে হবে।পরিশ্রম করলে সফলতা আসবে তবে আপনি আপনার জীবন সঠিকভাবে পরিচালনা
করতে পারবেন।একজন পরিশ্রমী ব্যাক্তি আর একজন অলস ব্যক্তির মধ্যে এটাই পার্থক্য।
অলস ব্যক্তি সারা জীবনই বেকার থেকে যায় এবং পরিশ্রমী ব্যক্তি সফলতা পায়। মানুষের
জীবনে সফলতাটা সব সময় ধরা না দিলেও একদিন না একদিন সফল মানুষ হয়। যখন সেই
মানুষটা সফল হয় তখন তার জীবনটা পাল্টে যাবে এই পরিশ্রমের কথা মনে করবে না।
প্রতিটা মানুষই তার জীবনে সফলতা চাই কিন্তু প্রতিটা মানুষকে একই ভাবে পরিশ্রম
করতে চাই। নিজের মনের মধ্যে পরিশ্রমকে গেঁথে নিতে হবে এবং জীবন যুদ্ধে লড়াই করে
সফলতাকে আনতে হবে।
পরিশ্রম কখনো বৃথা যায় না english
hard work never fail you.পরিশ্রম কখনো বৃথা যায় না। যখন তুমি পরিশ্রম করবে
অবশ্যই তুমি একদিন তার ফলাফল পাবে। সফলতার চূড়ান্ত শিখায় চলার জন্য অবশ্যই
পরিশ্রম করতে হবে। তুমি যদি সফল হতে চাও তাহলে তোমাকে অবশ্যই পরিশ্রম করে দিতে
হবে ধৈর্য ধারণ করতে হবে। সব পাওয়া না পাওয়ার মধ্যে একমাত্র পরিশ্রমই তুমি নিজে
থেকে করতে পারো সফলতা পাওয়ার জন্য।
বিকল্প হিসেবে এর কোন কিছুই নেই পরিশ্রম ছাড়া। লক্ষ্য স্থির করে তুমি তোমার কাজে
এগিয়ে যাও পরিশ্রম করা বাদ না দিয়ে তবে তুমি একদিন ঠিকই তোমার লক্ষ্যে পৌঁছাতে
পারবে। কায়িক পরিশ্রম কখনো মানুষকে ছোট করে না বরং এটি তোমাকে সফলতার দিকে এগিয়ে
নিয়ে যায়।জীবনকে নিজের মত করতে হলে তোমাকে সফল হতে হবে।
আর এই সফলতা তুমি তখনই অর্জন করতে পারবে যখন তুমি কঠোর পরিশ্রম ও ধৈর্য ধারণ করে
নিজের যোগ্যতা প্রকাশ করতে পারবে । জীবনে অনেক কিছু অর্জন করতে হলে পরিশ্রম করে
এগিয়ে যেতে হবে নিজেকে প্রস্তুত রাখতে হবে সকল কাজের জন্য তবে তুমি এগিয়ে যেতে
পারবে। সফলতার চাবিকাঠি এত সহজেই হাতে ধরা দেবে না যদি তুমি পরিশ্রম না কর। তাই
পরিশ্রমের বিকল্প কোন কিছু নেই।
কিছু কথা: ধৈর্য সফলতার চাবিকাঠি এবং ধৈর্য ও সফলতা
প্রিয় পাঠক বৃন্দ আমার নিশ্চয়ই আপনারা এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত
মনোযোগ সহকারে পড়ে আজকের আলোচ্য বিষয়ে ধৈর্য সফলতার চাবিকাঠি এবং ধৈর্য সফলতা
সম্পর্কে জানতে পেরেছেন। এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য
ধন্যবাদ। আপনার যদি আমাদের এই আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই।
আরো পড়ুনঃ
ফেসবুক থেকে টাকা আয় করার উপায় জেনে নিন
আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয়দের সাথে শেয়ার করবেন এতে করে তারা এই পোস্টটি
পড়ে ধৈর্য সফলতার চাবিকাঠি এবং ধর্মীয় সফলতা সম্পর্কে জানতে পারবে। আশা করছি এই
পোস্টটি আপনার জীবনের সফলতার ক্ষেত্রে অনেক উপকারে আসবে।তাই আপনি যদি এমন আরো
আর্টিকেল পড়তে চান তাহলে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন। তো বন্ধুরা
আজকে অনেক কথা বললাম আবারও কথা হবে অন্য কোন টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো
থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি।
আলোড়ন আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url